ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে টিফিনের টাকায় গাছের চারা বিতরণ
আলমগীর হোসেন
Published : Saturday, 4 December, 2021 at 8:00 PM
দাউদকান্দিতে টিফিনের টাকায় গাছের চারা বিতরণকুমিল্লার দাউদকান্দি উপজেলার ধারিবন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে শিক্ষার্থীরা গাছের চারা হাতে নিয়ে মাদক, বাল্য বিবাহ, দুর্নীতিমুক্ত ও উন্নত চরিত্র গঠনের শপথ নিয়েছেন।

এসময় শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চশই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শরীফ হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধারিবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা হোসেন, স্থানীয় সংরক্ষিত মহিলা মেম্বার নাসরীন আক্তার,
লাল সবুজ উন্নয়ন সংঘ দাউদকান্দি শাখার অর্থ সম্পাদক শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মারুফ, সাংস্কৃতিক সম্পাদক নাঈম ইসলাম, সদস্য সুমাইয়া, সুরাইয়া, নাঈম, অভি, আকাশ, রিফাদ প্রমুখ।

সংগঠনের সদস্যরা গত দুমাসের জমানো টিফিনের টাকায় গাছের চাররা কিনে প্রাথমিক বিদ্যালয়ের ১০০ শত শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম সোহেল জানান, সংগঠনটি গত ১০ বছরে টিফিনের টাকা বাঁচিয়ে সারা দেশে অন্তত সাড়ে ৫ লাখ গাছের চারা রোপণ ও বিতরণ করেছেন।