Published : Friday, 3 December, 2021 at 12:00 AM, Update: 03.12.2021 1:09:08 AM

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বীরচন্দ্র নগর মিলনায়তনের মুক্তিযোদ্ধা কর্নারে মৃত্তিকা বাংলার আয়োজনে কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
নজরুল গবেষক ডঃ অধ্যক্ষ আলী হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় ও কবিতা পাঠে অংশ নেন নজরুল গবেষক পীযুষ ভট্টাচার্য, ঠাকুর জিয়াউদ্দিন, অধ্যক্ষ সফিকুর রহমান, ডাঃ ইকবাল আনোয়ার, অধ্যাপিকা মাসুদা, সাংবাদিক সাইয়িদ মাহমুদ পারভেজ, সাংবাদিক ও কবি খায়রুল আহসান মানিক, অধ্যাপক রতন ভৌমিক প্রনয়, রাহুল তারণ পিন্টু, কবি অধ্যাপক খলিলুর রহমান শুভ্র, কবি বিজন দাস, কবি রুবেল কুদ্দুস, কবি গোলাম মোস্তফা, কবি হালিম আবদুল্লাহ, সরকার লিটনসহ কুমিল্লার কবিতা অঙ্গনের সব পরিচিত মুখ।