ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় প্রস্তুতিমূলক সভা
Published : Thursday, 2 December, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
বিজয়ের সবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়ছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা। সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বনিক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক আহমেদ, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মো. ইউনুছ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোস্তফা ছারোয়ার খান, শশীদল ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাস্টার, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, বঙ্গবন্ধু সরকারী কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক ঠিকাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির প্রমুখ।