ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নৌকার বিরুদ্ধে কাজ করলে চিরতরে বহিস্কার--এডভোকেট আবুল হাসেম খান এমপি
Published : Thursday, 2 December, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আওয়ামীলীগ করে কোন নেতাকর্মী নৌকার বিরুদ্ধে কাজ করতে পারবে না। আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরোধিতা কররে আওয়ামীলীগ থেকে চিরতরে বহিস্কার করার হবে। গতকাল মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল হাসেম খান এ কাথা বলেন। তিনি বলেন, আসন্ন ২৬ ডিসেম্বর ব্রাহ্মণপাড়া উপজেলার আট ইউনিয়নের নৌকা প্রতীকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এসময়, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আওয়ামীলীগ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তোলে ধরে দলীয় প্রার্থীর পক্ষে নৌকা প্রতীকে ভোট চাওয়ার আহবান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী। পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক ঠিকাদার, যুবলীগের আহবায়ক মো. সুলতান আহমেদ, যুগ্ম আহবায়ক জহিরুল হক ঠিকাদার, কুমিল্লা দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য এডভোকেট আবদুল আলীম খান, শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, আবদুল জলিল মেম্বার, জজু মিয়া প্রমুখ।