Published : Wednesday, 1 December, 2021 at 12:12 PM, Update: 01.12.2021 12:14:30 PM
গাড়িচাপায় কলেজ ছাত্র মাঈনুদ্দিন নিহতের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে আজও রাজধানীর রামপুরা এলাকায় সড়ক আটকিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার বেলা ১১ টায় শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীদেরকে বিভিন্ন গণপরিবহন থেকে যাত্রীদের নামিয়ে দিতে দেখা গেছে। পরে বাসগুলোকে ওই স্থানেই আটকে দিচ্ছে তারা।
ঢাকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ইমপেরিয়াল কলেজ, একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সড়কে দেখা গেছে।
তারা সড়কে অবস্থান নিয়ে মাঈনুদ্দিন হত্যার বিচার ও নিরাপদ সড়ক চাই দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে।
সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীরা আজও সড়কে অবস্থান নিয়ে আছে। তারা বাস থেকে যাত্রীদের নামিয়ে দিচ্ছে।