ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নোয়াখালীতে অস্ত্রসহ আটক ৪
Published : Wednesday, 1 December, 2021 at 12:09 PM
নোয়াখালীতে অস্ত্রসহ আটক ৪নোয়াখালী বেগমগঞ্জে দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এর মধ্যে দুজন কিশোর রয়েছেন।
বুধবার বেলা ১১টার দিকে গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভূঞারহাট থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সেনবাগ উপজেলার নূর মোহাম্মদের ছেলে মো. সোহেল, বেগমগঞ্জ উপজেলার নূর মোহাম্মদের ছেলে মো. জহিরুল ইসলাম, একই উপজেলার হারুনুর রশীদের ছেলে ফিরোজ আহমেদ ও আবুল খায়েরের ছেলে মো.নেয়ামত উল্যাহ।

বেগমগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন ওই চারজন। বিষয়টি টের পেয়ে তাদের ধরে পুলিশে দেয় এলাকাবাসী। পরে অস্ত্রসহ চারজনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে কিরিচ, ছোরা ও ব্লেড উদ্ধার করা হয়।