ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা থেকে ছাড়লো দূরপাল্লার বাস
কুমিল্লা-ঢাকা ভাড়া বাড়লো ২০ টাকা
Published : Monday, 8 November, 2021 at 12:00 AM, Update: 08.11.2021 12:44:57 AM
কুমিল্লা থেকে ছাড়লো দূরপাল্লার বাস নিজস্ব প্রতিবেদক: চালক হেলপারদের হাঁক-ডাক শুরুর মধ্য দিয়ে তিনদিন পর স্ট্যান্ড থেকে যাত্রীবাহী বাস ছাড়লো। রবিবার সন্ধ্যার পর থেকে কুমিল্লা নগরীর প্রধান তিনটি বাসস্ট্যান্ড সরব হয়ে উঠে। ঢাকা-চটগ্রাম ও উত্তরবঙ্গের যাত্রীরা বাসে চড়ে বসেন। তবে সকাল থেকে নতুন ভাড়া যাত্রী পারাপার পুরোদমে শুরু হবে।
সন্ধ্যা ৭ টায় নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, মিয়ামি ও স্টারপ্লাস পরিবহনের বাসগুলোতে ছেড়ে যাচ্ছে।
তিশা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক বিমল দে জানান, সন্ধ্যার পর থেকে চারটি বাস ঢাকা অভিমুখে ছেড়ে যায়।
আগে ১৬০ টাকা ছিলো ঢাকার ভাড়া। নতুন ভাড়ায় এখন জনপ্রতি ১৮০ টাকা নিচ্ছেন। তিনি জানান প্রতি কিঃমিঃ ১টাকা ৮০ পয়সা বেশী নিচ্ছেন।
কুমিল্লা পদুয়ার বাজার থেকে চট্টগ্রাম যাবেন আবদুল হাকিম। তিনি তিশা প্লাটিনাম পরিবহনের একটি বাসে চড়ে বসেন। হাকিম জানান, আগে ২ শ টাকায় চট্টগ্রাম যেতাম। আজ ২ শ ৩০ টাকা নিচ্ছে ।
কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি কবির আহমেদ জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত প্রকাশ হওয়ার পর রবিবার বিকেল থেকে কুমিল্লা নগরীর তিনটি বাসস্ট্যান্ড থেকে কিছু দূরপাল্লার বাস ছেড়ে যায়। তবে আমরা রাতের মধ্যেই নতুন ভাড়ার তালিকা তৈরী করবো। সোমবার ভোর থেকে বাসস্ট্যান্ড থেকে বাস ছেড়ে যাবে।