বুড়িচংয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
Published : Sunday, 31 October, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি।। "মুজিববর্ষে পুলিশ নীতি -জনসেবা আর সম্প্রীতি" এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুমিল্লার বুড়িচং থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে- ২০২১ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে থানা কমপ্লেক্স থেকে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে র্যালিটি বের হয়ে উপজেলা পরিষদ হয়ে সদর এলাকায় প্রদক্ষিণ শেষে থানা কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
বুড়িচং থানার ওসি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যৌথ ভাবে ওসি তদন্ত মোঃ মাকসুদ আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মীর হোসাইন মিঠু।
এস আই মোঃ শরীফুল ইসলাম, বাকশীমূল ইউপি চেয়ারম্যান আবদুল করিম, ময়নামতি ইউপি চেয়ারম্যান লালন হায়দার, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পীরযাত্রাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু তাহের, বুড়িচং উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিষ্ণু কুমার ভট্টাচার্য্য, সেক্রেটারি মধুসুদন বিশ্বাস, পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ঠিকাদার, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম মাস্টার, মাজেদুল ইসলাম মাস্টার, থানার, এসআই মোস্তফা মামুন, এসআই বিনোদ দস্তিদার, এএসআই আব্দুল্লাহ, জালাল উদ্দীন, ওয়াহিদ ইসলাম, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি আবদুল মোমেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং উপজেলা আওয়ামী যুবলীগ প্রস্তাবিত কমিটির সভাপতি হাজী বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জি. বাছির খাঁন, যুগ্ম সম্পাদক মো. নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. সুমন ভূইয়া,যুবলীগ নেতা মোঃ আক্তার হোসেন আকাশ, ফয়েজ আহাম্মদ মেম্বার, প্যানেল চেয়ারম্যান লিটন রেজা, ময়নামতি ইউপির মেম্বার মো. জসিম উদ্দীন, সুলতান আহমদ মুন্সী মেম্বার, দেলোয়ার হোসেন মৃধা, ষোলনল ইউপি মেম্বার মো. কামাল উদ্দীন ও এরশাদুল হক ভূইয়া, ইউনুস মিয়া মেম্বার, আ: রশীদ মেম্বার, শাহীন মেম্বারসহসহ অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
পরে দিবসের তাৎপর্য নিয়ে বুড়িচং থানার ওসি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা বক্তব্য রাখেন।