ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বার জাতীয় কৃমিনাশক  সপ্তাহ শুরু
Published : Sunday, 31 October, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫তম জাতীয় কৃমিনাশক সপ্তাহ-২০২১ শুরু হয়েছে। শনিবার (৩০অক্টোবর) থেকে আগামী শুক্রবার (৫ নভেম্বর) পর্যন্ত চলবে এ কার্যক্রম। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে দেবিদ্বার ৩৬নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ ইকবাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা.আহাম্মদ কবীর, প্রধান শিক্ষক মোসা. রাহেলা মজুমদারসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মচারী বৃন্দ।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসূত্রে জানা গেছে, শনিবার থেকে প্রাথমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ থেকে ১১বছর বয়সী সব শিশুকে এবং মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ থেকে ১৬ বছর বয়সী সব শিশুকে ১ ডোজ মেবেন্ডাজল ৫০০ মিগ্রা কৃমিনাশক ওষুধ ভরাপেটে সেবন করানো হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা.আহাম্মদ কবীর বলেন, সারা দেশের ন্যায়  প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সবধরণের শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে দেশের ৫ থেকে ১৬ বছর বয়সী সব (স্কুলগামী, স্কুল বহির্ভূত, স্কুল থেকে ঝরে পড়া, পথশিশু, কর্মজীবী শিশু) শিশুকে এক ডোজ কৃমিনাশক ওষুধ বিনামূল্যে  সেবন করানো হবে। একইসঙ্গে কৃমির পুনঃসংক্রমণ রোধ করে পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার সম্পর্কে সচেতন করে তোলা হবে।  এসব শিশুদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারে প্রয়োজনীয় স্বাস্থ্য শিক্ষা  দেওয়ার ফলে তা অভ্যাসে পরিণত হবে এবং ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যার ব্যাপারে সচেতন হবে, যা থেকে ভবিষ্যতে শিশুরা কৃমিসহ অন্যান্য পরজীবী বাহিত রোগব্যাধি থেকে পরিত্রাণ পাবে।