দেবিদ্বারে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
Published : Sunday, 31 October, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
‘মুজিববর্ষে পুলিশ নীতি’ ‘জনসেবা আরও সম্প্রীতি’ এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে কমিউনিটি পুলিশিং ডে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুুপুরে দেবিদ্বার থানা পুলিশের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার বি-পাড়া সার্কেল সহকারি পুলিশ সুপার মো. আমিরুল্লাহ। এর আগে সংক্ষিপ্ত র্যালি অনুষ্ঠিত হয়।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো.আরিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর, উত্তর জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো.নজরুল ইসলাম, দেবিদ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, কমিউনিটি পুলিশিং সভাপতি পিএম শহিদুল্লাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কাশেম চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য মো.শাহজাহান সরকার, মোসা. শিরিন সুলতানা, ট্রাফিক ইন্সপেক্টর মো.নুরুল আলম, দেবিদ্বার উপজেলা যুবলীগের সদস্য প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, জিএস আবদুল মান্না মোল্লা, মো. ময়নাল হোসেন প্রমুখ।
কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরে অপরাধ দমনে ও সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশকে এলাকাবাসীর সহযোগিতার অনুরোধ আলোচনা সভায় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং হচ্ছে অপরাধ সমস্যা সমাধানে পুলিশ ও জনগণের যৌথ অংশীদারিত্ব প্রতিষ্ঠার একটি নতুন পুলিশি দর্শন। আমাদের দেশে পুলিশি কর্মকাণ্ডে জনগণের অংশীদারিত্ব প্রতিষ্ঠার মাধ্যমে কার্যকরভাবে অপরাধ প্রতিরোধের জন্য কমিউনিটি পুলিশিং ধারণা গ্রহণ করা হয়েছে। কমিউনিটি পুলিশিং ব্যবস্থায় কমিউনিটির সদস্যগণ, সমাজের বিভিন্ন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান এবং পুলিশের অংশীদারিত্বের ভিত্তিতে অপরাধ প্রতিরোধ ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়ের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। কমিউনিটি পুলিশিং মূলত একটি প্রতিরোধমূলক পুলিশি ব্যবস্থা। এই ব্যবস্থায় অপরাধের কারণগুলো অনুসন্ধান করে সেগুলো দূর করার পদক্ষেপ গ্রহণ করা হয়। অপরাধের কারণগুলো দূর করা যেহেতু পুলিশের একার পক্ষে সম্ভব নয় তাই এই কাজে অন্যান্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা হয়।