ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাংলাদেশের জালে উজবেকিস্তানের ৬ গোল
Published : Sunday, 31 October, 2021 at 12:00 AM
স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে লড়াই করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ। কিন্তু মাঠের খেলাতে তার ছিটেফোঁটাও দেখা গেলো না। এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে স্বাগতিকদের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে মারুফুল হকের দল।
আজ (শনিবার) উজবেকিস্তানের বুনিয়দকর স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথমার্ধে ৪ গোল হজম করে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
একচেটিয়া দাপট দেখিয়ে স্বাগতিকদের গোলের উৎসব শুরু ১৩ মিনিটে। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা উলুজবেক খোশিমোভ এক ডিফেন্ডারকে বডি ডজে ছিটকে দিয়ে জটলার ভেতর থেকে বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন। গোলকিপার পাপ্পু হোসেনের হাতে লেগে বল জালে জড়ায়।
একটু পর সতীর্থের কর্নারে অনেকটা লাফিয়ে ওঠে এলদোরবেক বেগিমোভ হেডে ব্যবধান দ্বিগুণ করেন। ১৭ মিনিটে বক্সের একটু ওপরে মানিক হোসেন মোল্লা বল হারানোর পর সতীর্থের পাস ধরে একটু এগিয়ে নিখুঁত কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন অধিনায়ক উলুজবেক।
২৬ মিনিটে কর্নার থেকে হেডে ব্যবধান আরও বাড়ান ডিফেন্ডার আসলিদ্দিন তোশতেমিরোভ। ৪-০ গোলে পিছিয়ে থেকে বাংলাদেশের ম্যাচে ফেরার আশা অনেকটা এখানেই শেষ হয়ে যায়।
বিরতির পর স্বাগতিকরা দাপট দেখিয়ে আরও ২ গোল আদায় করে নেয়। ৬৩ মিনিটে দারুণ ফ্রি কিকে ব্যবধান আরও বাড়ান ফয়জুলায়েভ খামিদজনোভ। শেষ দিকে দিওরবেক রাখিমখনোভের শট পোস্টে লেগে ফেরার পর আলিশের ওতিলভ কোনাকুনি শটে ৬-০ করেন।
প্রথম ম্যাচে কুয়েতের কাছে ১-০ গোলে হার, এবার স্বাগতিকদের কাছে বড় ব্যবধানে আত্মসমর্পণ করলো সুফিল-ফাহিমরা। মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আরেক শক্তিশালী দল সৌদি আরবের মুখোমুখি হবে বাংলাদেশ।