ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও হাসারাঙ্গার হ্যাটট্রিক
Published : Sunday, 31 October, 2021 at 12:00 AM
হ্যাটট্রিকটা
হয়েই গেল। কিন্তু টের পাননি অনেকেই! আগের ওভারের শেষ বলে উইকেট পেয়ে খাতা
খুলেছিলেন। পরের স্পেলের প্রথম দুই বলে দুই উইকেট! হ্যাটট্রিক তো হয়েই গেল।
শ্রীলঙ্কার
লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা হ্যাটট্রিক উদযাপন করলেও ধারাভাষ্য কক্ষ
নিশ্চুপ। অবশ্য খানিকক্ষণ পর বলা হলো, হাসারাঙ্গা হ্যাটট্রিক করাতেই
শ্রীলঙ্কার এত উদযাপন।
সেই উদযাপন অবশ্য ম্যাচ শেষে থাকেনি। দক্ষিণ
আফ্রিকা দ্রুত উইকেট হারালেও ম্যাচটা জিতেছে। কিন্তু লেগ স্পিনার
হাসারাঙ্গা গড়েছেন অনন্য কীর্তি। ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও হ্যাটট্রিক
করলেন তিনি। ক্রিকেট বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে এমন কীর্তি গড়লেন। এর
আগে ব্রেট লি, থিসারা পেরেরা ও লাসিথ মালিঙ্গা এমন অকল্পনীয় অর্জনে
নিজেদের নাম তুলেছিলেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি তৃতীয় হ্যাটট্রিক।
২০০৭ সালে বিশ্বকাপের প্রথম আসরে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন
অস্ট্রেলিয়ার ব্রেট লি। তিন হ্যাটট্রিকের দুটি হয়ে গেল এবারের এক আসরেই।
আয়ারল্যান্ডের পেসার কুর্টিস ক্যাম্ফার নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাটট্রিক
করেছিলেন। এবার হাসারাঙ্গার ঘূর্ণিতে আসরের দ্বিতীয় হ্যাটট্রিক।
১৫তম
ওভারে হাসারাঙ্গা নিজের তৃতীয় ওভার করেন। ওই ওভারের শেষ বলে তার শিকার
এইডেন মার্করাম। ১৬ ও ১৭তম ওভার করেন মাহিশ ঠিকশানা ও দুষ্মন্ত চামিরা।
১৮তম ওভারে বোলিংয়ে ফিরে হাসারাঙ্গা প্রথম বলে নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক
টেম্বা বাভুমার উইকেট। দ্বিতীয় বলে ফেরান ডোয়াইন প্রিটোরিয়াসকে। ব্যস
হ্যাটট্রিক পূরণ।
চার বলে চার উইকেট নেওয়ার সুযোগ এসেছিল হাসারাঙ্গার।
রাবাদার এলবিডব্লিউর আবেদনে সাড়া না পেয়ে রিভিউ চেয়েছিলেন। সবকিছু ঠিক
থাকলেও বলটা পিচ করেছিল আউটসাইড অফ। ২০১৭ সালে এ স্পিনার জিম্বাবুয়ের
বিপক্ষে ওয়ানডেতে হ্যাটট্রিক করেছিলেন।