ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় পূজামণ্ডপে হামলার ঘটনায় আরও এক মামলা
Published : Thursday, 28 October, 2021 at 12:00 AM
কুমিল্লায় পূজামণ্ডপে হামলার ঘটনায় আরও এক মামলা মাসুদ আলম।। কুমিল্লা পূজামণ্ডপে বিশৃঙ্খলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে আরো একটি মামলা করা হয়েছে। নানুয়া দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপ এলাকায় সহিংসতার ঘটনায় মঙ্গলবার (২৬ অক্টোবর) গভীর রাতে ওই মণ্ডপ কমিটির পক্ষ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোতয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ওসি আনওয়ারুল আজিম। পূজামণ্ডপে কোরআন রেখে ধর্ম অবমাননার ঘটনায় দায়েরকৃত মামলাটির নথিপত্র বুধবার দুপুরে সিআইডির নিকট হস্তান্তর করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে সর্বশেষ তথ্য অনুযায়ী জানা গেছে, ধর্ম অবমাননা, হিন্দুদের পূজামণ্ডপ ভাংচুর ও মন্দিরে হামলার ঘটনায় কুমিল্লার কোতয়ালী,
সদর দক্ষিণ, দাউদকান্দি ও দেবিদ্বার থানায় পৃথক ১২টি মামলা হয়েছে। এই ১২ মামলায় এজাহারনামীয় ৯২ জনসহ ১১০২জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে গ্রেফতার হয়েছেন ৭২জন। গ্রেফতারকৃতদের মধ্যে দলীয় পরিচয়ে বিএনপির ৩৬জন এবং জামায়াত ও শিবিরের ১৬জন নেতাকর্মী রয়েছেন।
সিআইডি-কুমিল্লা কার্যালয় সূত্রে জানা যায়, ৭ দিনের রিমান্ডে থাকা ইকবাল হোসেন, ৯৯৯-এ পুলিশকে ফোন করা ইকরাম এবং দারোগাবাড়ি মাজারের সহকারী খাদেম হুমায়ুন কবির ও ফয়সাল আহমেদকে সিআইডি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। রিমান্ডে থাকা আসামি চারজন রিমাণ্ডে মণ্ডপে পবিত্র কোরআন রাখা এবং হনুমানের মূর্তির থেকে নেওয়া গদা উদ্ধারের বাইরে আর কোনো নতুন তথ্য দিয়েছে কিনা এসব বিষয়ে সিআইডির কোন সূত্র মন্তব্য করতে রাজি হয়নি।
এদিকে বুধবার সন্ধ্যায় কোতয়ালি মডেল থানার ওসি আনওয়ারুল আজিম জানান, গত ১৩ অক্টোবর ঘটনার দিন নানুয়া দীঘির উত্তর পাড়ের অস্থায়ী সেই পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনা ও পরবর্তী ভাংচুরসহ সহিংসতার অভিযোগে মঙ্গলবার (২৬ অক্টোবর) গভীর রাতে ওই পূজামণ্ডপ কমিটির পক্ষ থেকে তরুণ কান্তি মদন মিঠুন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
সন্ধ্যায় সিআইডি-কুমিল্লার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান বলেন, বুধবার দুপুরের দিকে কোতয়ালি মডেল থানা পুলিশ এ মামলাটির নথিপত্র  বুঝিয়ে দিয়েছে। মামলাটি স্পর্শকাতর হওয়ায় অত্যন্ত সতর্কতার সাথে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।