ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দুই সদস্যকে অব্যাহতি
Published : Thursday, 28 October, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর দুই নেতা ইব্রাহীম খলিল মানিক ও খোরশেদ আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এর আহবায়ক কমিটির জরুরী সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক কাজী আখলাকুর রহমান জুয়েল ও যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার সাইফুর রহমান সায়েম স্বাক্ষরিত এক চিঠিতে ওই তথ্য নিশ্চিত করা হয়।
ইব্রাহীম খলিল মানিক ও খোরশেদ আলম চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক পদে ছিলেন।
চিঠিতে উল্লেখ করেন, দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদেরকে সংগঠনের সকল কার্যক্রম ও পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।