ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
Published : Monday, 25 October, 2021 at 8:32 PM
স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবননোয়াখালীর কবিরহাট উপজেলার দয়ারামদি গ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মনির হোসেন বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামি কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের দয়ারামদি গ্রামের মৃত আলী আহমদের ছেলে।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক সালেহ আহমেদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডিত আসামি মনির হোসেন বাবুকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১ মে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের দয়ারামদি গ্রামের শ্বশুর বাড়ি থেকে গৃহবধূ নাজমা আক্তার ওরফে নাজুর লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে, ৩০ এপ্রিল দিবাগত রাতে আসামি তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। ওই দিন রাতে মনির হোসেন বাবু এলাকার স্থানীয় চেয়ারম্যানের কাছে গিয়ে তার স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে। এরপর সেখান থেকে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় ওই দিন রাতেই নিহতের বড় ভাই বাদী হয়ে বোনের স্বামীকে আসামি করে কবিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এজাহারে বলা হয়, তার বোনকে যৌতুকের দাবিতে হত্যা করা হয়েছে। মামলাটি তদন্ত করে আসামি বাবুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা কবিরহাট থানার এসআই মাসুদ আলম পাটোয়ারী। অভিযোগ পত্রে বলা হয়, যৌতুকের দাবিতে নয়, এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কের জের ধরে আসামি মনির হোসেন বাবু তার স্ত্রীকে হত্যা করেন।

মামলা সূত্রে আরও জানা যায়, বিয়ের আগে থেকে বাবুর সঙ্গে একই এলাকার এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। এর জের ধরেই স্ত্রী নাজমাকে হত্যা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জেলা দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ সাহাব উদ্দিন জুয়েল।