ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গোমতীতে নিখোঁজ মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার
Published : Monday, 25 October, 2021 at 8:23 PM
গোমতীতে নিখোঁজ মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার
কুমিল্লার গোমতী নদীতে জুবায়ের আলী নামে ৬ বছর বয়সি এক মাদরাসাছাত্র নিখোঁজের ছয় ঘণ্টা পর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। সোমবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে নিখোঁজ স্থানের এক কিলোমিটার দূর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুবায়ের আলী কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর পশ্চিমপাড়া গ্রামের রংমিস্ত্রি জাকির হোসেনের ছেলে। এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে আলেখারচর ব্রিজ সংলগ্ন এলাকায় গোমতী নদীতে গোসল করতে গিয়ে জুবায়ের পানিতে তলিয়ে যায়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নদীতে নামে জুবায়ের। এক পর্যায়ে সে স্রোতের সঙ্গে তলিয়ে যায়। পরে স্থানীয়রা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি। পরে চাঁদপুরের ডুবুরি দুপুর ১টায় ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। দেড় ঘণ্টা অভিযান চালিে আড়াইটার দিকে জুবায়েরের মরদেহ উদ্ধার করা হয়।