ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে সম্প্রীতি সভায় নির্বচনী ঐক্য
Published : Sunday, 17 October, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার : কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ফয়েজগঞ্জ বাজার সংলগ্ন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গতকাল শনিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্প্রীতি সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার প্রয়াসে আওয়ামী লীগ সমর্থক পাঁচ জন প্রার্থী ঐক্যবদ্ধ হয়ে একই মঞ্চে দাঁড়িয়ে যেই নৌকা প্রতীক পান তার পক্ষে নির্বাচন করার অঙ্গীকার করেন। ইতিমধ্যে উপজেলার সর্বত্র ইউনিয়ন পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় ইউনিয়ন, গ্রামে চলছে সভা সমাবেশ ও উঠান বৈঠক। করোনার কারণে দীর্ঘ সময় বিভিন্ন সভা সমাবেশ বন্ধের পর এখন অনুষ্ঠান হওয়ায় সকল অনুষ্ঠানে মানুষের সরব উপস্থিতি দেখা যায়।
গতকাল শনিবার পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এ জি এম সফিকুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাজমুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আবদুর রহমান নেভী। আরও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মাষ্টার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাওসার মোর্শেদ মজুমদার।
উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবলীগ নেতা সঞ্জয় শর্মা, রফিকুল ইসলাম মোহন, ছায়েদুল হক তিতু মেম্বার, হাবিবুর রহমান মেম্বার, ইউনিয়ন যুবলীগ সভাপতি সফিকুল ইসলাম খোকন,  সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন, সাংগঠনিক মোহাম্মদ মাসুম।
অনুষ্ঠানের অতিথি আবদুর রহমান নেভী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন এই সোনার বাংলা। কিছু বিপদগামী স্বাধীনতা বিরোধী দুষ্কৃতকারী শান্তিপ্রিয় দেশকে অশান্ত করতে পায়তারা করছে। আপনারা সজাগ থাকবেন যেন কোন সুবিধাবাধী আমাদের এলাকা তথা বিশ্বসেরা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির নির্বাচনী এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। তিনি আরও বলেন সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন আমিও আওয়ামী লীগের একজন প্রার্থী পূর্বেও আমি নির্বাচন করেছি কিন্তু আমার দলের লোক বিএনপি জামাতের সাথে আঁতাত করে আমাকে পরাজিত করে। আমার সাথে এখানে আরও চারজন প্রার্থী আছে মন্ত্রী মহোদয় যাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয় আমরা সবাই তার পক্ষে কাজ করবো। তিনি প্রধানমন্ত্রী ও বিশ্বসেরা অর্থমন্ত্রীর জন্য উপস্থিত সকলের নিকট দোয়া কামনা করেন।