ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ের পেরুল গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা
Published : Sunday, 17 October, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের পেরুল গ্রামে গ্রামবাসীদের পূর্ণ সমর্থনে বাংলাদেশ আওয়ামী লীগের ও স্বাধীনতার নৌকা প্রতীকের সমর্থন পাওয়ার জন্য গতকাল শনিবার সকালে সহস্রাধিক নারী ও বিকালে দুই সহস্রাধিক পুরুষের সাথে মতবিনিময় করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম ভেলু। রফিকুল ইসলাম ভেলু উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আলহাজ্ব ফজলুল হক ডিলারের পুত্র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য তিনি একজন সফল ব্যবসায়ী। মানুষের অফুরন্ত ভালোবাসা ও পূর্ণ সমর্থনে ফজলুল হক ডিলারের সভাপতিত্বে ও মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় সকালে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব হাবিবুর রহমান, মোস্তফা কামাল মেম্বার, দেলোয়ার হোসেন মন্তু, শ্রমিক লীগ নেতা মনোহর আলী, নারী নেত্রী রাশেদা আক্তার, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, আবদুল খালেক, আবদুল মালেক। উপস্থিত ছিলেন ইঞ্জি: নুরে আলম সুমন, শরীফ বিন ওহাব, ইঞ্জি: জামাল হোসেন, শরীফুল ইসলাম, ফারুক হোসেন।
বিকালে একই জায়গায় পেরুল গ্রামের দুই সহস্রাধিক পুরুষের সাথে মতবিনিময় করেন রফিকুল ইসলাম ভেলু।  উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আলহাজ্ব আবদুল বারী মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওই গ্রামের ১২ জন সর্দার। গ্রামের সর্দার সহ সকল মানুষ পূর্ণ সমর্থন জানান রফিকুল ইসলাম ভেলুর প্রতি।
বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী ও এই এলাকার মাটি ও মানুষের প্রিয় নেতা বর্তমান সরকারের বিশ্বসেরা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির দৃষ্টি আকর্ষণ করে বলেন, একজন সৎ আদর্শবানের হাতে নৌকা প্রতীক তুলে দিতে। তারা আরও বলেন ভেলু একজন সৎ মানুষ করোনা কালীন সময়ে তিন সহস্রাধিক মানুষকে খাদ্য সহায়তা,  গৃহহীনকে গৃহ নির্মাণের সামগ্রী প্রদান, অসহায় পরিবারের মেয়ের বিবাহে অর্থ সহ শিক্ষা সহায়তা ও ইউনিয়নের ভাঙা রাস্তা সংস্কার, মসজিদ মাদ্রাসায় বিভিন্ন সহায়তা করে যাচ্ছেন। আগামী দিনে এমন একজনকে চেয়ারম্যান বানালে এই ইউনিয়নের মানুষ তার ন্যায্য হিস্যা আদায়ের পথ সুগম হবে।
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা  আলহাজ্ব রফিকুল ইসলাম ভেলু মাননীয় প্রধানমন্ত্রী ও বিশ্বসেরা অর্থমন্ত্রীর জন্য দোয়া চেয়ে গ্রামবাসীর নিকট আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে পূর্ণ সমর্থন চান গ্রামবাসী সমস্বরে সমর্থন জানান। তিনি বলেন দল যদি আমাকে যোগ্য মনে করে তাহলে আমাকে মনোনয়ন দিবে। আমি দলীয় সমর্থন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে আশা করি সকলকে সাথে নিয়ে মাননীয় অর্থমন্ত্রীর পরামর্শে সকল অসমাপ্ত  কাজ শেষ করবো। আপনারা আপনাদের সন্মান পাবেন।