ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আলিম পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়লো
Published : Monday, 11 October, 2021 at 12:00 AM
২০২১ সালের আলিম পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। রবিবার (১০ অক্টোবর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১ সালের আলিম পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান হতে এসএমএস পাঠানোর সময় সীমা ২৪ অক্টোবর থেকে বাড়িয়ে ৩১ অক্টোবর করা হয়েছে। পাশাপাশি এসএমএস পাওয়ার পর শিক্ষার্থীদের ফি পরিশোধের সময়  ২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট মাদ্রাসা শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যর্থ হলে দায়ভার ওই মাদ্রাসা প্রধানকে বহন করতে হবে।