আদাজল খেয়ে নেমেছে ভারতের মাদকবিরোধী সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।বলিউডকেন্দ্রিক একের পর এক হানা দিয়ে চলেছে তারা। এবার বলিউডের প্রযোজক ইমতিয়াজ খাত্রির বান্দ্রার বাড়ি এবং অফিসে অভিযান চালিয়েছে এনসিবি।
আর সেজন্যই এ মামলায় মিলছে প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং যোগ। কারণ সুশান্তর মৃত্যু ও মাদক মামলায় এই প্রযোজকের বাসায় এর আগেও হানা দিয়েছিল এনসিবি। এমনকি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সময় তাকে মাদক সরবরাহ করার অভিযোগ ওঠে ইমতিয়াজের বিরুদ্ধে।
প্রয়াত অভিনেতার প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদির আইনজীবী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-কে ইমতিয়াজের বিষয়ে একাধিক তথ্য দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, ইমতিয়াজের থেকেই মাদক সংগ্রহ করতেন সুশান্ত।
কংগ্রেস-ঘনিষ্ঠ ইমতিয়াজই নাকি বলিউডের বিভিন্ন তারকাকে মাদক সরবরাহ করে থাকেন। তার কথায়, ‘আমি বলিউডের এমন অনেককেই চিনি যারা নিয়মিত ইমতিয়াজের থেকে মাদক সংগ্রহ করেন।’
তাই ধারণা করা হচ্ছে, সুশান্ত সিং রাজপুতকে মাদক সরবরাহ ও আরিয়ানদের মাদক কাণ্ডের উৎস একই।
সূত্র: এনডিটিভি