জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা
Published : Thursday, 7 October, 2021 at 12:00 AM, Update: 07.10.2021 1:14:03 AM
নিজস্ব প্রতিবেদক: ‘সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ এই শ্লোগানে কুমিল্লায় জাতীয় জন্ম নিবন্ধন (জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন) দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ শওকত উসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ড. সফিকুল ইসলাম, কুমিল্লা ক্যান্টমেন্টের সিইও মোঃ ওলিউজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল মান্নান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ কানিজ তাজিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সচিব ও কর্মকর্তাবৃন্দ।