ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় ফসলি জমি নষ্ট করে মাটি উত্তোলনের অপরাধে ইউপি সদস্যকে জরিমানা
ইসমাইল নয়ন
Published : Tuesday, 5 October, 2021 at 6:03 PM
ব্রাহ্মণপাড়ায় ফসলি জমি নষ্ট করে মাটি উত্তোলনের অপরাধে ইউপি সদস্যকে জরিমানা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই এলাকায় অবৈধ খনন যন্ত্র (ড্রেজার মেশিন) দিয়ে ফসলি জমি নষ্ট করে মাটি উত্তলন ও বিক্রির অপরাধে হুমায়ূন কবীর নামের এক ইউপি সদস্যকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এ ছাড়া অভিযান চলাকালে ওই ড্রেজার মেশিনের ২শ ফোট পাইপ ধ্বংস করেছে আদালত। সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালতের এ অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য হুমায়ূন কবির ওই ইউনিয়নের টাকই এলাকায় ফসলি জমিতে খনন যন্ত্র (ড্রেজার মেশিন) স্থাপন করে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে মাটি উত্তল করে বিক্রি করে আসছিলেন। এতে আশে পাশের অন্য ফসলি নষ্ট ও ঝুকিপূর্ন হয়ে পড়েছে।
খবর পেয়ে ব্রা‏‏হ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা গত বিকালে ওই এলাকায় অভিযান চালিয়ে খনন যন্ত্রের দুইশ ফোট পাইপ ধ্বংস করেন। এ ছাড়া খনন যন্ত্রের মালিক ইউপি সদস্য হুমায়ূন কবীরকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে হুমায়ূন কবীর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিফাত আসমার নিকট তার দোষ স্বীকার করেন। এ সময়, খনন যন্ত্রের মালিক হুমায়ূন কবীরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্যাট রিফাত আসমা।
ব্রা‏হ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা বলেন, ইউপি সদস্য হুমায়ূন কবির অবৈধ ভাবে খনন যন্ত্র ব্যবহার করে মাটি উত্তোলন করছে। তার খনন যন্ত্রের পাইপ ধ্বংস করা হয়েছে। তাছাড়া ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইউপি সদস্য হুমায়ূন কবিরকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ খনন যন্ত্র (ড্রেজার মেশিন) এর বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।