ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ এক যুবক আটক
ইসমাইল নয়ন
Published : Tuesday, 5 October, 2021 at 6:00 PM
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ এক যুবক আটককুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী আশাবাড়ি এলাকায় গত সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ব্যবসার অভিযোগে মো. ইসমাইল হোসেন (৩৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। গ্রেফতারকৃত মো. ইসমাইল হোসেন ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী আশাবাড়ি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
থানা পুলিশ সূত্র জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহার নেতৃত্বে গত সোমবার মধ্য রাতে উপপরিদর্শক মো. হুমায়ূন কবির, সহকারী উপপরিদর্শক মতিউর রহমান এ অভিযানে অংশ গ্রহন করে তাকে আটক করেন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বিষটি নিশ্চিতকরেছেন। তিনি বলেন, ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী ইসমাইল হোসেনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।