ক্রস প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের শিক্ষা সরঞ্জাম ও কিট প্রধান
মোঃ ওমর ফারুক ফাহাদ
Published : Tuesday, 5 October, 2021 at 2:30 PM, Update: 05.10.2021 2:33:38 PM
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশনে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মোবাইল অ্যাপ্লিকেশন ডেভলপমেন্ট (ক্রস প্ল্যাটফর্ম) এর ওপর ২০০ ঘণ্টার সম্পূর্ণ ফ্রি কোর্সের শিক্ষার্থীদের শিক্ষা সরঞ্জাম ও কিট প্রধান করা হয়েছে গত সোমবার। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে নিয়মিত ছাত্র-ছাত্রীদের এ কিট প্রধান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এই প্রজেক্টের কুমিল্লা জেলার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ সাজেদুল হক ও ট্রেইনার কাউসার আলী। কিট প্রধানের সময় মোহাম্মদ সাজেদুল হক বলেন, “ শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের এই ট্রেনিং কার্যক্রমকে সফল করে দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব তোমাদের”। আধুনিক প্রযুক্তি নির্ভর প্রশিক্ষিত মানবসম্পদ তৈরির মাধ্যমে মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন উন্নয়নে স্থানীয় বাজার সম্প্রসারণ ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্যে বাংলাদেশকে প্রস্তুত করাই হচ্ছে এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় গৃহীত প্রশিক্ষণ কার্যক্রম সারাদেশ হতে ১০,০০০ জন তরুণ-তরুণীকে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভলপমেন্ট (ক্রস প্ল্যাটফর্ম) এর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।দেশে বিদেশে দিন দিন বেড়েই চলছে অনলাইন ভিত্তিক ওয়েব,এপ্স ও গেম ডেভেলপমেন্ট ফার্ম। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে কর্মসংস্থান। বাহিরের উন্নত দেশের সাথে তাল মিলিয়ে চলতে দেশের যুবশক্তি কে প্রস্তুত করতে বাংলাদেশ সরকারের এই প্রজেক্ট। যেখানে কুমিল্লা জেলা থেকে বাছাই পর্ব পেরিয়ে সুযোগ পেয়েছে প্রায় ১০০ জন তরুণ-তরুণী । কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কম্পিউটার ল্যাবে ৪ ব্যাচে ভাগ হয়ে চলছে এই হাতে কলমে শিক্ষা কার্যক্রম।