ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আরিয়ানের ঘনিষ্ঠ বান্ধবী মুনমুনও গ্রেপ্তার
বিনোদন ডেস্ক
Published : Tuesday, 5 October, 2021 at 2:17 PM
আরিয়ানের ঘনিষ্ঠ বান্ধবী মুনমুনও গ্রেপ্তারমাদককাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর থেকে মিডিয়ার শিরোনামে শাহরুখপুত্র আরিয়ান খান। আসছে একের পর এক নতুন তথ্য। এবার জানা গেল তার সঙ্গে মাদক নেওয়ার অভিযোগে আরও আটজনকে গ্রেপ্তার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ওই আটজনের মধ্য থেকে বারবার উঠে আসছে একটি নাম- মুনমুন ধামেচা। ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, তার কাছ থেকে মাদক পাওয়া গেছে। স্যানিটারি প্যাডে মাদক লুকিয়ে রেখেছিলেন তিনি।

কিন্তু প্রশ্ন হলো কে এই মুনমুন? যাকে নিয়ে এখন চর্চা চলছে সবখানে। খোঁজ নিয়ে জানা যায়, তিনি সদ্য গ্রেপ্তার হওয়া শাহরুখ খানের পুত্র আরিয়ানের ঘনিষ্ঠ বান্ধবী। ২৩ বছর বয়সী মুনমুন পেশায় একজন মডেল। মধ্যপ্রদেশের সাগর জেলার বাসিন্দা ধনী ব্যবসায়িক পরিবারের মেয়ে তিনি। বিভিন্ন পার্টিতে পরিচিত মুখ মুনমুন। বিভিন্ন সেলিব্রেটির সঙ্গে তার ছবিও রয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয়।

ইনস্টাগ্রামেও জনপ্রিয় মুখ মুনমুন। সেখানে তার ফলোয়ারের সংখ্যা ১০ হাজারের বেশি। মুনমুনের মা গত বছর মারা যান। তার বাবার মৃত্যু হয়েছে আগেই। মুনমুনের এক ভাই রয়েছে, তিনি দিল্লি থাকেন। প্রাথমিক পড়াশোনা মধ্যপ্রদেশের সাগরে হলেও পরে মুনমুন পরে ভোপালে চলে আসেন। গত ছয় বছর ধরে দিল্লি বসবাস করছিলেন এই মডেল। মডেলিংয়ের সূত্র ধরে শাহরুখ-তনয়ের সঙ্গে তার বন্ধুত্ব।

উল্লেখ্য, আরিয়ানের পাশাপাশি মাদক পাওয়া গেছে আরিয়ানের বন্ধু আরবাজ মার্চেন্টের কাছেও। এনসিবির মতে, আরিয়ান-আরবাজের বন্ধুত্ব প্রায় ১৫ বছরের। দুজনই মাদকে আসক্ত। গত ৩ অক্টোবর রাতে গোয়াগামী প্রমোদতরীতে আরিয়ান, মুনমুন, আরবাজ ছাড়াও ইসমিত সিং, মোহক জয়সওয়াল, গোমিত চোপড়া, নুপূর সারিকা ও বিক্রান্ত চোকারকে গ্রেপ্তার করে এনসিবি। তাদের বিরুদ্ধে নিষিদ্ধ মাদক রোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: আনন্দ বাজার