
আজ
 ৪ অক্টোবর ২০২১ সোমবার সকাল ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা 
জেলা কমান্ড কার্য্যালয়ে মানব সেবায় অনন্য ভূমিকা রেখে দৃষ্টান্ত স্থাপন 
করায় কুমিল্লা সিটি কর্পোরেশন এর কাউন্সিলর হাজী নেহার বেগমকে সম্মাননা 
ক্রেস্ট প্রদান করা হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা কমান্ডের
 কমান্ডার সফিউল আহমেদ বাবুল সংক্ষিপ্ত বক্তব্য শেষে হাজী নেহার বেগমকে ফুল
 দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। উক্ত সম্বর্ধনা 
প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর কমান্ডার মুকবুল হোসেন 
ভূইয়া, কুমিল্লা সদর থানা কমান্ডার শাহজাহান সাজু, আওয়ামীলগ নেতা এড. 
আনিছুর রহমান মিঠু, জেলা সহকারী কমান্ডার ফজলুর রহমান সরকার, একেএম জামাল 
খান, মোতাহের হোসেন বাবুল, আজিজুল বাসার সেলিম সহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। 
বক্তব্যের এক পর্যায়ে কমান্ডার সফিউল আহমেদ বাবুল বলেন, আমি বরাবরই ভালো 
মানুষদের পছন্দ করি এবং তাদের কৃতকর্মের সম্মান জানাই। আজ এমনই একজন ভালো 
মানুষ আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। তার ভালো কাজে উৎসাহ যোগাতে এবং এ 
প্রযন্ম মাঝে যেনো ভালো কাজের প্রতি নিজেকে উৎসর্গ করে সেজন্যই এই আয়োজন। 
তিনি গড়ে প্রতিদিন ২ থেকে ৩জন মাওতী গোসল দেন, গরীব মানুষদের কাজ তিনি বিনা
 পয়সায় করে দেন এছাড়াও তার অনেক ভালো কর্ম রয়েছে। আমি তার দীর্ঘায়ু এবং 
মঙ্গল কামনা করছি।