
নিজস্ব
 প্রতিবেদক: কুমিল্লা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি কুমিল্লার 
আয়োজনে শিশুর জন্য বিনোয়োগ করি সমৃদ্ধ বিশ্ব গড়ি এ প্রতিপাদ্যকে নিয়ে 
কুমিল্লায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
সোমবার
 জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সাপ্তাহ 
উদ্বোধন করেন, প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল 
হাসান ।
কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) নাজমা 
আশরাফীর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার 
বিভাগ কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ শওকত উসমান, জেলা প্রাথমিক শিক্ষা 
কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ নূরুল হক, 
কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, দুঃস্থ মা ও শিশু 
কল্যান কেন্দ্রের নির্বাহী পরিচালক দিলনাশি মোহসিন, জাতীয় মহিলা সংস্থার 
জেলা কর্মকর্তা শাহ আলম। 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সোহেল আহাম্মেদ ভূইয়া।