ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সভাপতিকে দল-পদ থেকে অব্যাহতি দেওয়ায় সুলতানপুর ইউনিয়ন বিএনপি’র প্রতিবাদ
Published : Monday, 4 October, 2021 at 12:00 AM, Update: 04.10.2021 12:31:02 AM
সভাপতিকে দল-পদ থেকে অব্যাহতি দেওয়ায় সুলতানপুর ইউনিয়ন বিএনপি’র প্রতিবাদ রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়ন বিএনপি সভাপতি এনামূল হক এনামকে পদ থেকে অব্যাহতি দেওয়ায় প্রতিবাদ ও বিক্ষোভ করেছে ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
রবিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার সুলতানপুর ইউনিয়নের কুরছাপ গ্রামে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এনাম’কে স্বপদে পুণঃবহাল করতে বিক্ষোভ মিছিল করে উপস্থিত নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, দলের এমন দুর্দিনেও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে সন্মুখযোদ্ধা হিসেবে মাঠে ছিলেন এনামূল হক এনাম। তার যোগ্য নেতৃত্বে সুলতানপুর ইউনিয়ন বিএনপি অন্যান্য যে কোন ইউনিয়ন থেকে গতিশীল। কিন্তু উপজেলা বিএনপি কোন কিছু না বুঝে অন্যের প্ররোচনায় সুলতানপুর ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দের সাথে আলোচনা ছাড়াই হঠাৎ এমন আত্মঘাতি সিদ্ধান্ত নেয়। যা সুলতানপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের কোন নেতা-কর্মী কিছুতেই মেনে নিতে পারছে না। অতি দ্রুত ওই সিদ্ধান্ত প্রত্যাহার করে বিএনপি’র ত্যাগী ও পরীক্ষিত নেতা এনামূল হক এনামকে সভাপতি পদে বহাল রাখার দাবী জানান তারা।
সুলতানপুর ইউনিয়ন বিএনপি উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুস ছালাম মুন্সি’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কাউসার সরকার, সহ-সভাপতি মনিরুল ইসলাম, আনোয়ার হোসেন মেম্বার, উপদেষ্টা মন্ডলীর সদস্য ফুল মিয়া, যুগ্ম সম্পাদক আব্দুল আলিম মাঝি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক সফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সরকার, সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন আরিফ, ছাত্রদল নেতা আব্দুর রহিম, জাহিদুল ইসলাম মুকুল, আনিছুর রহমান, তানভীর আহমেদ, নাঈম পারভেজ, কাউছার গাজী প্রমুখ।