ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে অগ্নিকান্ডে দু’দোকান ভস্মীভূত
মো. হাবিবুর রহমান
Published : Sunday, 3 October, 2021 at 8:14 PM, Update: 03.10.2021 8:17:47 PM
মুরাদনগরে অগ্নিকান্ডে দু’দোকান ভস্মীভূতঅগ্নিকান্ডে দুই’টি কাপড়ের দোকান ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৮-১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যাবসায়ীরা জানায়। শনিবার রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ধনীরামপুর বাজারের বারেক মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা হলেন, বাহরানী ফ্যাশনের স্বত্বাধিকারী দিলালপুর গ্রামের জলিল মিয়ার ছেলে হেলাল উদ্দিন সওদাগর ও মা বোডিং স্টোরের স্বত্বাধিকারী একই গ্রামের সবুজ মিয়ার ছেলে রুহুল আমিন। 
স্থানীয় ব্যবসায়ীরা জানায়,  শনিবার রাতে বারেক মার্কেটের সকল দোকান পাট বন্ধ ছিল। ধণীরামপুর বাজারের কাপড় ব্যবসায়ী হেলাল উদ্দিন সওদাগরের দোকান থেকে হঠাৎ আগুনের সুত্রপাত ঘটে। এতে ওই ব্যবসায়ীর দোকান থেকে পাশের আরেকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীসহ আশ-পাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। খবর পেয়ে মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।   
মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রব দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়েছে বলে আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি। আগুন নিয়ন্ত্রণে আমাদের দু’টি ইউনিট কাজ করেছে। অগ্নিকান্ডে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা তদন্ত করে ক্ষয়-ক্ষতির পরিমান নিরুপনসহ প্রতিবেদন পেশ করবো।