ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে কন্যা শিশু দিবসের বণার্ঢ্য র‌্যালি
মো. হাবিবুর রহমান
Published : Sunday, 3 October, 2021 at 7:32 PM
মুরাদনগরে কন্যা শিশু দিবসের বণার্ঢ্য র‌্যালিসারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও ‘শেখ হাসিনার বারতা-নারী পুরুষ সমতা’ এ শ্লোগাণ ও ‘আমরা কন্যা শিশু- প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি বনার্ঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেনউপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার ও উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ। এ ছাড়াও র‌্যালিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক পরিচালিত আইজিএ প্রকল্পের প্রশিক্ষনার্থীসহ আরো অনেকে অংশ নেয়।