ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় তুচ্ছ ঘটনায় ঔষধ ব্যবসায়ীকে ছুরিকাঘাত
রণবীর ঘোষ কিংকর।
Published : Sunday, 3 October, 2021 at 6:21 PM
চান্দিনায় তুচ্ছ ঘটনায় ঔষধ ব্যবসায়ীকে ছুরিকাঘাতকুমিল্লার চান্দিনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. নাছের আহমেদ মিশু (৩৭) নামে একজন ঔষধ ব্যবসায়ী কে ছুরিকাঘাত করেছে দুষ্কৃতকারীরা। এতে তার বাম পায়ের উরুতে মারাত্মক জখম হয়। শনিবার (২ অক্টোবর) রাতে উপজেলা সদরের মহারং এলাকায় ওই ঘটনা ঘটে।

আহত মো. নাছের আহমেদ মিশু পৌরসভার নীলাচল আবাসিক এলাকার হাজী মো. জয়নাল আবেদীন এর ছেলে। তিনি চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে ঔষধ ব্যবসা করেন।

আহত নাছের আহমেদ মিশু চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনায় আহতের বড় ভাই জামশেদ আহম্মদ জাকি বাদী হয়ে চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আহত মিশু জানান, ‘গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে মহারং এলাকায় সড়কের পাশে মোটরসাইকেল রাখা কে কেন্দ্র করে মহারং গ্রামের মো. আবুল কাশেম ড্রাইভার এর ছেলে মো. বাবুর সাথে কথা-কাটাকাটি হয়। পরে শনিবার রাতে হারং যাওয়ার পথে গতিরোধ করে বাবুর নেতৃত্বে ৫-৬ জন দুষ্কৃতকারী পূর্ব পরিকল্পিত ভাবে ছুরি ও রড দিয়ে আমাকে কুপিয়ে জখম করে।’

এ ব্যাপারে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. গিয়াস উদ্দিন বলেন- ‘আমরা অভিযোগ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’