চলতি মৌসুমে একের পর এক হতাশাজনক পারফরম্যান্স দেখাচ্ছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় প্রথম ছয় ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ষষ্ঠ। উয়েফা চ্যাম্পিয়নস লিগে পরপর দুই ম্যাচে হেরেছে তিনটি করে গোল হজমের মাধ্যমে, রয়েছে টেবিলের তলানিতে।
এমতাবস্থায় যেকোনো সময় বরখাস্ত হতে পারেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান, এমনই গুঞ্জন ছিলো স্প্যানিশ ফুটবলে। কিন্তু ক্লাবের প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা সাফ জানিয়ে দিয়েছেন, শিগগিরই কোচ বদলের মতো বড় সিদ্ধান্ত নেবে না বার্সেলোনা। অর্থাৎ কোম্যানই থাকছেন বার্সেলোনার কোচ।
শনিবার রাতে লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে কাতালানরা। এই ম্যাচের আগে কোচ হিসেবে কোম্যানের যাত্রা আরও দীর্ঘায়িত হওয়ার নিশ্চয়তা দিয়েছেন লাপোর্তা। বার্সাকে কক্ষে ফেরানোর জন্য আরও সময় দেয়া হবে কোম্যানকে।
বার্সা প্রেসিডেন্ট লাপোর্তা বলেছেন, ‘বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব চলমান রাখবেন কোম্যান। তার এখন আত্মবিশ্বাস প্রাপ্য। কোম্যান একজন কিউল এবং বার্সেলোনার জন্য যথাযোগ্য ব্যক্তি।’
তিনি আরও যোগ করেন, ‘আমি কোম্যানের সঙ্গে কথা বলেছি এবং নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি তার কাজকে স্বাগত জানাই যে কঠিন সময় বার্সেলোনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’
লাপোর্তা মনে করেন, ইনজুরিতে থাকা প্লেয়াররা ফিরলেই চেনা বার্সাকে দেখা যাবে। তার ভাষ্য, ‘আমাদের ইনজুরিতে থাকা প্লেয়াররা যখন সুস্থ হবে, তখন আমরা আরও সুবিধা করতে পারবো। যেহেতু খেলোয়াড়রা ফিরছে, তাই কোম্যানের আরও সময় প্রাপ্য।’
কোচের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের দিক উল্লেখ করেন বার্সা প্রেসিডেন্ট বলেছেন, ‘প্রায়ই বলা হয়, আমাদের মধ্যে ভালো সম্পর্ক নেই। এগুলো সত্য নয়। আমাদের বেশ ভালো ও দায়িত্বশীল সম্পর্ক রয়েছে। সে খুব ভালো মানুষ। আমরা সবকিছু আরও ভালো করার দিকে মনোযোগী।’