ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ডাঃ ফেরদৌস খন্দকারের ব্যবস্থাপনায় দেবিদ্বারে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
Published : Saturday, 2 October, 2021 at 12:00 AM, Update: 02.10.2021 1:28:24 AM
ডাঃ ফেরদৌস খন্দকারের ব্যবস্থাপনায় দেবিদ্বারে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নিজস্ব প্রতিবেদক : শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ শাখার আয়োজনে ডাঃ ফেরদৌস খন্দকার এর ব্যবস্থাপনায় দেবিদ্বার খলিলপুর উচ্চবিদ্যালয়ে ফতেহাবাদ ইউনিয়ন এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে ১৮ অক্টোবর জাতীয় শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতার বাছাই পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডাঃ তাজুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
দেবিদ্বার এ জাতীয় শেখ রাসেল দিবস উদযাপন কমিটির আহবায়ক শাহিনুর লিপি সভাপতিত্বে আলোচনা সভা স্বাগত রাখেন দেবিদ্বারে জাতীয় শেখ রাসেল দিবস উদযাপন কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন ভুঁইয়া। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের নেতা লুতফুর রহমান বাবুল, বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন এর দেবিদ্বার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাহাবুব আলম,খলিলপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী আব্দুল করিম, প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক মোশারফ হোসেন, বুড়িরপার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহাম্মদ, ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মাসুদ। এসময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক মোঃ কবির হোসেন, আয়েশা আলী মুক্তা, আবদুর রহমান,মনিরুল ইসলাম, শারমিন আক্তার রিমাপ্রমূখ।
দেবিদ্বার ফতেহাবাদ ইউনিয়ন এর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জুনিয়র ও সেকেন্ডারি ক্যাটাগরির ছয় শতাধিক শিক্ষার্থীর মধ্যে থেকে ৩০ জনকে চুড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত ৩০জনকে বই দেয়া দেওয়া হয়। এ ছাড়াও পরীক্ষায় অংশগ্রহনকারী প্রত্যেক শিক্ষার্থীরা পেয়েছেন একটি করে খাতা ও কলম। নির্বাচিত দুই ক্যাটাগরির তিনকে দেওয়া হয় ক্রেষ্ট। আগামী ১৮ অক্টোবর চুড়ান্ত পর্বে বিজয়ী তিনজনকে তিনটি লেপটপসহ ৪০টি উপহার থাকবে।