ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় পিআইবি মহাপরিচালকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
Published : Saturday, 2 October, 2021 at 12:00 AM, Update: 02.10.2021 1:28:20 AM
চান্দিনায় পিআইবি মহাপরিচালকের সাথে সাংবাদিকদের মতবিনিময়রণবীর ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ এর সাথে মতবিনিময় করেছেন চান্দিনায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
শুক্রবার (১ অক্টোবর) বিকেলে পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ এর নিজ বাড়ি উপজেলার মহিচাইল ইউনিয়নের জোরপুকুরিয়া গ্রামে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ে সাংবাদিকদের উদ্দেশ্যে পিআইবির নানা কর্মসূচীর কথা তুলে ধরে জাফর ওয়াজেদ বলেন, তৃনমূল পর্যায়ের সাংবাদিকদের প্রশিক্ষণের মাধ্যমে এ পেশার মান বাড়াতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক  ও স্বচ্ছ সাংবাদিকতায় মনোযোগ দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন এনটিভি প্রতিনিধি কাজী রাশেদ, ইত্তেফাক প্রতিনিধি মামুনুর রশিদ সরকার, বাংলাদেশের খবর প্রতিনিধি তাহমিদুর রহমান দিদার, কালের কন্ঠ ও কুমিল্লার কাগজ প্রতিনিধি রণবীর ঘোষ, দৈনিক সংবাদ ও আমাদের কুমিল্লা প্রতিনিধি প্রভাষক মাসুমুর রহমান মাসুদ, যায়যায়দিন প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. আব্দুল বাতেন, মানবজমিন প্রতিনিধি তুহিন ভূইয়া, আজকের পত্রিকার প্রতিনিধি শরীফুল ইসলাম, আনন্দটিভি প্রতিনিধি মিজানুর রহমান, সফিকুল বাসার প্রমুখ।