Published : Friday, 1 October, 2021 at 12:00 AM, Update: 01.10.2021 1:10:48 AM

আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের দৌলতেরকান্দি গ্রামে অবৈধভাবে ড্রেজার বসিয়ে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে ড্রেজার মালিক ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন দুলালকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় দাউদকান্দি মডেল থানার সাব-ইন্সপেক্টর মো: সালাম সহ সঙ্গীয় ফোর্স সাথে ছিলেন।
দৌলতেরকান্দি গ্রামের ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে মাটি কেটে অন্য জায়গা ভরাট করছিলেন গোয়ালমারী ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য মো. দেলোয়ার হোসেন দুলাল। ড্রেজার চালানোর সময় তাকে হাতেনাতে ধরা হলে তিনি অবৈধভাবে ফসলি জমি নষ্ট করে মাটি কাটার অপরাধ স্বীকার করেন। এসময় তিনি ভ্রাম্যমাণ আদালতের কাছে তার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেন। ভ্রাম্যমাণ আদালত তার অপরাধ বিবেচনা করে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫ (১) ধারায় দোষী সাব্যস্ত করে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
একই সাথে দুলাল মেম্বার কর্তৃক পরিচালিত ড্রেজার মেশিন জব্দ করেন। এলাকাবাসী জানান, দৌলতেরকান্দি গ্রামের দুলাল মেম্বার বিভিন্ন মানুষের জমি ভরাট করে দেওয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। পরে বিভিন্ন মানুষের জমিতে ড্রেজার লাগিয়ে ফসলি জমি কেটে আসছে দীর্ঘদিন যাবৎ । প্রশাসনের এমন অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।