ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ক্যান্সারে মারা গেলেন কুবি শিক্ষার্থী তানিন
Published : Friday, 30 July, 2021 at 12:00 AM, Update: 30.07.2021 12:11:23 AM
ক্যান্সারে মারা গেলেন কুবি শিক্ষার্থী তানিনতানভীর সাবিক, কুবি ||
ফুসফুসে সংক্রমণ জনিত কারণে মারা গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানিন মেহেদী (২২)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি।
তানিনের বাড়ি চাঁদপুরের মতলব থানার লাখশিবপুর গ্রামে। ২০১৭-'১৮ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হন তিনি। ১ম বর্ষে ক্লাশ শুরুর কিছুদিনের মধ্যেই তার তার হাঁটুতে ক্যান্সার ধরা পড়ে। সেসময় ভারত থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরেন তানিন। এরপর ২০২০ সালে আবার তার ফুসফুসে ক্যানসার ধরা পড়লে দেশেই চিকিৎসা নিতে থাকেন তিনি।
তানিনের খালাতো ভাই মনির হোসেন জানান, ক্যান্সার থেকে পানি জমে ফুসফুস ব্লক হয়ে যাওয়ায় নিউমোনিয়া ধরে যায় তানিনকে। কয়েকদিন ধরেই তানিন ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিলোনা। শেষে আজ সাড়ে ১০ টায় মৃত্যুবরণ করেন তিনি।