ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অধ্যাপক আলী আশরাফ এমপির রোগমুক্তি কামনা চান্দিনায় মসজিদ-মন্দিরে প্রার্থনা
Published : Saturday, 17 July, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপক মো. আলী আশরাফ এমপি’র রোগ মুক্তি কামনায় কুমিল্লার চান্দিনায় মসজিদে-মন্দিরে দোয়া-প্রার্থনা করা হয়।
শুক্রবার (১৬ জুলাই) পবিত্র জুম্মা নামাজ আদায় শেষে উপজেলার অধিকাংশ মসজিদে সরকারি প্রতিশ্রতি বাস্তবায়ন সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি’র জন্য দুই হাত তুলে দোয়া ও মোনাজাত করেন নেতা-কর্মী ও ধর্মপ্রাণ মুসল্লীরা।
এছাড়াও রাজনৈতিক কার্যালয়, শিক্ষক সমিতি কার্যালয়, ব্যবসায়ী সংগঠনের নেতা-কর্মীরাও দোয়-মোনাজাতের আয়োজন করেন। প্রতিদিনই চলছে কোথাও না কোথাও দোয়া-মোনাজাত ও প্রার্থনা।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা শাখার নেতা ও শিক্ষবৃন্দ পৃথক পৃথক স্থানে দোয়া মোনাজাত ও প্রার্থনা করেন।
প্রথমে সংগঠনের অফিস কক্ষ শিক্ষা অফিসের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকগণ দোয়া ও প্রার্থনা করেন।  এর ইসলাম ধর্মাবলম্বী শিক্ষকগণ উপজেলা জামে মসজিদে দোয়া মোনাজাত এবং সনাতন ধর্মাবলম্বী শিক্ষকগণ উপজেলার রাজ কালি বাড়িতে প্রার্থনার আয়োজন করেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা শাখার সভাপতি কাউছারুজ্জামানের সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক কমল বক্সী’র আয়োজনে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন।
শুক্রবার (১৬ জুলাই) সকালে চান্দিনা বাজার মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি ও পৌর আওয়ামীলীগ নেতা মো. বাহারুল ইসলাম বাহার এর উদ্যোগে চান্দিনা বাস স্টেশন এলাকায় তার ব্যবসায় প্রতিষ্ঠানে ওই দোয়া ও মিলাদ মাহফিল হয়।
মিলাদ, মাহফিল, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন- চান্দিনা আল আমিন ইসলামিয়া এতিমখানা কমপ্লেক্স এর সুপার মাওলানা মো. দ্বীনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন- ব্যবসায়ী মো. মিজানুর রহমান, মো. ইউনুছ মিয়া, মো. আমান উল্লাহ সহ অন্যান্য ব্যবসায়ীরা।
একই দিন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তারের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।