| শিরোনাম: |
কুমিল্লা মনোহরপুর নিবাসী মৃত অবলী বর্মণ এর প্রথমপুত্র বীর মুক্তিযোদ্ধা জয়দেব বর্মণ ১৩ই জুলাই সন্ধ্যায় সাড়ে ৬টায় শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার একমাত্র কন্যা জয়ী বর্মণ ও স্ত্রী ডলি বর্মণকে রেখে গেছেন। তাঁর আত্মার সদয়গতির জন্য প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে।