| শিরোনাম: |
তিতাসে ১৯১পিস বিয়ার ক্যানসহ একজনকে আটক করেছে তিতাস থানা পুলিশ। মঙ্গবার রাত আনুমানিক ১১টায় আটককৃতের দোচালা টিনের ঘরের চকির নিচ থেকে বিয়ারসহ তাকে আটক করে। আটককৃত ব্যাক্তি উপজেলার দড়িকান্দি গ্রামের দক্ষিণ পাড়ার সিদ্দিক মিয়ার ছেলে সাহিদ মিয়া(৩০)। পুলিশ উপপরিদর্শক(এস আই) ইমরুল বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমিসহ এস আই প্রণব ও এ এস আই সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে দড়িকান্দি সাহিদের বাড়িতে গিয়ে তার দোচালা টিনের ঘরের চকির নিচ থেকে ১৯১পিস বিয়ারসহ তাকে আটক করি,এসময় তার সহযোগী জিয়ারকান্দির নয়াগাঁও গ্রামের কবির মিয়ার ছেলে রাহাত হোসেন(২২)পালিয়ে যায়। এঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে দুইজনকে আসামী করে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ দুপুরে আটককৃত সাহিদকে কোর্টে প্রেরণ করা হয়েছে। অপর আসামী রাহাত হোসেন পলাতক রয়েছে, তাকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহতআছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন আমাদের পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম(বার)স্যারের নিদর্শনায় তিতাসে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।