ক্যান্সার আক্রান্ত হয়ে কাতারে ব্রাহ্মণবাড়িয়ার যুবকের মৃত্যু
Published : Wednesday, 7 July, 2021 at 8:50 PM
ক্যান্সার আক্রান্ত হয়ে মোহাম্মদ ইমরান আহমেদ সবুজ (২১) নামে কাতার প্রবাসী এক বাংলাদেশি যুবক মারা গেছেন।দীর্ঘদিন কাতার হামাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল সবুজ।
বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সবুজ। সবুজ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়ন বিরামপুর গ্রামের নাঈম মেম্বারের ছেলে।
পরিবারের আর্থিক অনটন দূর করতে তিন বছর আগে পাড়ি জমিয়েছিলেন কাতারে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে অল্প সময়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমায় সবুজ।