চতুর্থ রাউন্ডে জোকোভিচ, ছিটকে গেলেন মারে
Published : Sunday, 4 July, 2021 at 12:00 AM
উইম্বলডনের শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন নোভাক জোকোভিচ। যুক্তরাষ্ট্রের ডেনিশ কুডলাকে সরাসরি সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। তবে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে।
মেয়েদের এককে তৃতীয় রাউন্ড থেকে ছিটকে পড়েছেন ২০১৭ আসরের চ্যাম্পিয়ন স্পেনের গার্বিনে মুগুরুজা।
সেন্টার কোর্টে শুক্রবার ৩৪ বছর বয়সী জোকোভিচ জেতেন ৬-৪, ৬-৩, ৭-৬ (৯-৭) গেমে। চতুর্থ রাউন্ডে তার প্রতিপ চিলির ক্রিস্তিয়ান গারিন।
অ্যান্ডি মারেঅ্যান্ডি মারেকদিন আগে ফরাসি ওপেন জিতেছেন জোকোভিচ, ক্যারিয়ারে যা তার ১৯তম একক গ্র্যান্ড স্ল্যাম। উইম্বলডনের মুকুট ধরে রাখার পাশাপাশি তার ল্য এবার রাফায়েল নাদাল ও রজার ফেদেরারের ২০ গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড ছোঁয়া।
কানাডার ডেনিস শাপোভালোভের বিপে পাত্তাই পাননি এখানে দুবারের চ্যাম্পিয়ন মারে। ৬-৪, ৬-২, ৬-২ গেমে জেতেন শাপোভালোভ। চোটের কারণে অনেকটা সময় বাইরে থাকা মারে চলতি বছর এই প্রথম গ্র্যান্ড স্ল্যামে নেমেছিলেন।
নারী এককে দুবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী মুগুরুজার বিপে প্রথম সেট হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ান তিউনিসিয়ার জাবেউর। তিনি জেতেন ৫-৭, ৬-৩, ৬-২ গেমে।