কুমিল্লায় একদিনে ১৭০ জন করোনা আক্রান্ত, মৃত্যু ২
			
			
						
				
				Published : Saturday, 3 July, 2021 at 12:00 AM,  Update: 03.07.2021 12:17:30 AM
				
				
			 
			
			                                                        
নিজস্ব
 প্রতিবেদক: কুমিল্লায় একদিনে আরো ১৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে 
১২০ জনই কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। এছাড়াও গত ২৪ ঘন্টায় 
কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। মারা যাওয়া ব্যক্তিদের 
মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাদের বাড়ি যথাক্রমে কুমিল্লা সিটি 
কর্পোরেশন, দাউদকান্দি উপজেলায়। এছাড়াও গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ৫৮ জন 
করোনা রোগী সুস্থ হয়েছে। শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা 
গেছে এ তথ্য।
এ নিয়ে কুমিল্লায় মোট করোনা রোগী সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৬৬২ জনে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪৮৪ জন। সুস্থ হয়েছেন ১১ হাজার ৮৪৫ জন।