ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিতাসে ধসে পড়েছে গ্রামীণ সড়ক ঝুঁকিপূর্ণ বসত ঘর ও বিদ্যুতের খুটি
Published : Saturday, 26 June, 2021 at 12:00 AM
কবির হোসেন, তিতাস ঃ কুমিল্লার তিতাস উপজেলায় ধসে পড়েছে গ্রামীণ সড়ক, দুর্ভোগের শিকার হয়েছে দুইশো পরিবার। ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি ও বসত ঘর। ভুক্তভোগীদের অর্থায়নে চলছে মেরামতের কাজ। ঘটনাটি ঘটেছে তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের মোল্লা বাড়ি সড়কে।
জানা যায়, দুইশো পরিবারের লোকজনের চলাচলের সুবিধার্থে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরকারের মেয়াদকালে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের যৌথ বরাদ্দ দিয়ে ২০১৭ সালে সড়কটি নির্মাণ করা হয়েছে। হঠাৎ করে সড়কটি ধসে পড়ায় লেয়াকত আলীর বসত ঘর ও বিদ্যুতের খুটি এখন ঝুকিপূর্ণ। এই ঘরটি বিদ্যুতের খুটি রক্ষা করতে এবং সড়ক চলাচলের উপযোগী করতে লেয়াকত আলী এবং প্রতিবেশীদের অর্থায়নে চলছে মেরামত কাজ।
লিয়াকত আলী বলেন, কয়েক দিন হলো আমি ঘরটি দিয়েছি, সকালে ঘুম থেকে উঠে দেখি রাস্তাটি ধসে পড়েছে, এখন আমার নতুন ঘরটিও ধসে পড়ার আশঙ্কা রয়েছে। তাই আমিও প্রতিবেশীদের সহযোগিতায় রাস্তাটি মেরামত করছি। দেলোয়ার হোসেন বলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরকারের মেয়াদকালে ও ইউপি চেয়ারম্যান আলী আশ্রাফের যৌথ উদ্যোগে ২০১৭ সালে সড়কটি নির্মাণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনেও সড়কটি ভালো ছিল, রাতের কোনো এক সময় সড়কটি ধসে পড়ায় আমাদের চলাচলে খুব অসুবিধায় পড়েছি। দেলোয়ার হোসেন, স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানের দৃষ্টি আর্কষণ করে বলেন, প্রায় দুইশো পরিবারের দুর্ভোগ লাগবে দ্রুত সড়কটি মেরামত করে দিলে চির কৃতজ্ঞ হবো। কি কারণে সড়কটি ধসে পড়তে পারে জানতে চাইলে দেলোয়ার, রাসেল, লেয়াকত আলীসহ আরো অনেকে বলেন, সড়কের পাশে দুটি পুকুর রয়েছে এখানে মাছ চাষ করা হয়। পুকুরের পানি সেচের কারণে হয়তো-বা সড়কটি ধসে পড়ছে এমনটাই ধারণা করা হচ্ছে। সড়ক ধসে পড়ার বিষয়ে জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান আলী আশ্রাফের নিকট জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমাকে কেউ অবহিত করেননি। আপনি যেহেতু বলেছেন, আমি সড়কটি পরিদর্শন করে পরিষদের সাধ্যমতো সড়কটি মেরামত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।