ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শাহীন আলম
Published : Wednesday, 23 June, 2021 at 7:02 PM
দেবিদ্বারে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতমহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কুমিল্লার দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বর্ণাঢ্য একটি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি উপজেলা সদরের প্রদান প্রাদান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে কেক কাটা অনুষ্ঠিত হয়। দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আবদুল মতিন সরকার’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়মীলীগের শিল্প বিষয়ক সম্পাদক মো. নজরুল সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, জেলা পরিষদ সদস্য মো. শাহজান সরকার. উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক জিএস আবদুল মান্নান মোল্লা, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান সুমন, যুব মহিলালীগ নেত্রী শেখ ফরিদা ডলি। প্রভাষক সাইফুল ইসলাম শামীম’র  পরিচালনায় আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা (উঃ) জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. সাদ্দাম হোসেন, মো. নুরুল আমিন, কলেজ ছাত্রলীগের সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক কাজী সিহাবসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রসঙ্গত, ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে দেশের অন্যতম প্রাচীন এ সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়।