ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে ঘর পেলো গৃহহীন ১০ পরিবার  
Published : Monday, 21 June, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার :  মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ-০২ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে কুমিল্লার লালমাইয়ে ভূমি ও গৃহহীন ১০ টি পরিবারকে ঘর উপহার দেয়া হয়েছে। এ কার্যক্রমের প্রতিপাদ্য বিষয় হলো- ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার। গতকাল রবিবার সকালে জেলা অডিটোরিয়ামে মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকারভোগীদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপকারভোগীদের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক।
উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জুনায়েদ কবীর খাঁন,  উপজেলা প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইউব, পল্লী বিদ্যুৎ বাগমারা জোনাল অফিসের ডিজিএম সাখাওয়াত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, জনস্বার্থ প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ  সম্পাদক মোঃ মাসুদুর রহমান ভূঁইয়া, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, বাকই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইউব আলী, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুর রহিম, ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক , ছোট শরীফপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ফারুক হোসেন, হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ইলিয়াস কাঞ্চন, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ সিনহা প্রমুখ।
সরকারের কাছ থেকে জমির দলিলসহ সেমিপাকা ঘর উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন  উপজেলার গৃহহীনরা । তারা জানান আমি একজন ভূমি ও গৃহহীন মানুষ। এতোদিন পরিবার-পরিজন নিয়ে অন্যের বাড়িতে কোনোমতে জীবনযাপন করতাম। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে জমি ও ঘর দিয়েছেন। আমি খুবই খুশি।