চান্দিনা উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা
Published : Monday, 21 June, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশকে পদোন্নতি জনিত বিদায় সংবর্ধণা প্রদান করা হয়েছে।
রবিবার (২০ মে) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ওই বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।
এসময় ফুলেল শুভেচ্ছায় কর্মতৎপর ওই কর্মকর্তাকে বিদায় জানান রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাগণ।
উপজেলা নির্বাহী অফিসার হিসেবে চান্দিনা উপজেলায় মাত্র ১০ মাস কর্মজীবনে সর্বস্তরের মানুষের মনে ঠাঁই করে নেওয়া বিভীষণ কান্তি দাশ পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক কক্সবাজারে বদলী হয়েছেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া খানম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, সাবেক পৌর মেয়র মো. মফিজুল ইসলাম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান, মাধাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অহিদ উল্লাহ, বাড়েরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম, এতবারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম মামুনুর রশিদ আবু, বরকরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম মজুমদার শিপন, গল্লাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন, বরকইট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম, বাতাঘাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবন্দৃ প্রমুখ।