কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার চান্দলা টানা ব্রীজের সামনের রাস্তার উপর অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ একটি নাম্বারবিহীন সিএনজি আটক করে।
থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই জীবন কৃষ্ণ মজুমদার ও সঙ্গীয় ফোর্স উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা টানা ব্রীজের রাস্তার উপর অভিযান পরিচালনা করাকালে নারায়নপুর বাজার হতে দেউশ রাস্তা দিয়ে টানা ব্রীজের কাছে এলে সিএনজিকে থামার সংকেত দেয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি ড্রাইভার এবং যাত্রীবেশে থাকা মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়। পুলিশ সিএনজি তল্লাশী চালিয়ে সাদা প্লাস্টিকের বেগের ভেতর খাকি কস্টেপ দ্বারা মোড়ানো ৪টি বান্ডিলে ২ কেজি করে মোট আট কেজি গাঁজাসহ সিএনজিটিকে আটক করে থানায় নিয়ে আসে। থানায় অজ্ঞাতনামাদের আসামী করে মামলা করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।