ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাজশাহীতে ধসে পড়ল চারতলা ভবন
Published : Sunday, 20 June, 2021 at 6:50 PM
রাজশাহীতে ধসে পড়ল চারতলা ভবনরাজশাহীর কয়েরদারা খ্রিস্টানপাড়া এলাকায় একটি পরিত্যক্ত চারতলা ভবন ধসে পড়েছে। রোববার (২০ জুন) বিকেলে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক দিদারুল ইসলাম বলেন, এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, ৬০ ফিট দৈর্ঘ্য ও ৪০ ফিট প্রস্থের পরিত্যক্ত ভবনটিতে কেউ বসবাস করতেন না। তবে ভবনটির নিচতলায় তিনটি প্রাইভেট কার ও দুটি ভ্যান রাখা ছিল। চারতলা ভবনটি পুরোপুরি ধসে পড়ায় এগুলো ছাদের নিচে পড়ে রয়েছে।


দিদারুল ইসলাম আরও বলেন, মৃত আক্তারুজ্জামান বাবলু ভবনটির মালিক ছিলেন। পরবর্তীতে তার ভাই নুরুজ্জামান পিটার এ ভবনের মালিক হন। এটি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।


তিনি বলেন, সেখানে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি। ভবনটি প্ল্যান বহির্ভূতভাবে নির্মাণ করা হয়েছিল। তাছাড়া ভবনটিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে।