দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে ফেনীর যুবক নিহত
Published : Sunday, 20 June, 2021 at 12:00 AM
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে হুমায়ুন কবির তামিম (২৯) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দেশটির জোহানেসবার্গের অদূরে লেনেসিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
তামিম দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের মিদ্দারহাট তাজমোহন পাটোয়ারী বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে। সে ৪ বছর আগে ভাগ্য ফেরাতে দক্ষিণ আফ্রিকায় যান।
নিহতের নিকটাত্মীয় ও দক্ষিণ আফ্রিকা আ.লীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তানসান জানান, তামিম আমার দোকানে কাজ করত, শুক্রবার দোকান বন্ধের আগ মুহূর্তে ডাকাতদল দোকানের সামনে থেকে তামিমের উপর গুলি ছুড়তে থাকে। গুলিবিদ্ধ হয়ে তামিম দোকানের ভেতরেই মারা যায়।
তিনি জানান, তামিমের লাশ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা হচ্ছে। দাগনভূইয়া উপজেলার ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য শাহাদাত হোসেন সোহেল জানান। তামিম আমাদের বাড়ির ছেলে। তারা এখন নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাট ইউনিয়নে নানার বাড়ির পাশে বাড়ি করে থাকেন। গতকাল রাতে তার মৃত্যুর বিষয়টি আমরা জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।
ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল জানান, স্থানীয়দের মারফতে তামিমের মৃত্যুর বিষয়টি আমরা জানতে পারি। তার লাশ দেশে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।