ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গাজীপুরে সিলিন্ডার গ্যাসে অগ্নিকা-, মা-মেয়ে দগ্ধ
Published : Sunday, 20 June, 2021 at 12:00 AM
গাজীপুরের শ্রীপুর উপজেলার এক ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে মা-মেয়ে দগ্ধ হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মুলাইদ এলাকায় একটি ভবনের ৫ তলায় এ ঘটনা ঘটে বলে শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান।
দগ্ধরা হলেন- বাগেরহাটের কাফিলাবাগ এলাকার গোলাম মোস্তফার স্ত্রী সোনিয়া জান্নাত (২৫) ও তাদের মেয়ে হুমাসা জান্নাত (২)। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
ওই ভবনের মালিক মো. দেলোয়ার হোসেন জানান, গোলাম মোস্তফা কর্মস্থলে চলে যাওয়ার পর ওই ফ্ল্যাটে হঠাৎ গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিকট শব্দে আগুন ধরে যায়। এ সময় ঘরে থাকা তার স্ত্রী ও মেয়ে আগুনে দগ্ধ হয় এবং ঘরের আসবাবপত্র ও মালামাল ছড়িয়ে পড়ে।
পরে পাশের তামিশনা ফ্যাশন ওয়্যার লিমিটেড নামের পোশাক কারখানা কর্তৃপক্ষের সহযোগিতায় এলাকাবাসী আগুন নেভায় এবং দগ্ধদের উদ্ধার করে স্থানীয় আল হেরা হাসাপাতালে পাঠায়।
সেখানে  প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয় বলে জানান দেলোয়ার।
আল হেরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবির জানান, আগুনে মায়ের ৫০ শতাংশ এবং মেয়ের ৬৫ শতাংশ পুড়ে গেছে।
গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে ওই অগ্নিকা-ে সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা রায়হান জানান।